• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটা কঠিন হবে : সুজন

প্রকাশিত: ২০:১৭, ২৬ মার্চ ২০২২

আপডেট: ২০:২৬, ২৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটা কঠিন হবে : সুজন

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটা কঠিন হবে, তবে ভাল খেলার বিশ্বাস থাকতে হবে ক্রিকেটারদের। বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। জানান আক্রমনাত্বক ক্রিকেট খেলবে বাংলাদেশ দল। ডারবানে প্রথম ম্যাচের জন্য প্রস্তত হচ্ছে টাইগাররা।

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসি টাইগারদের সামনে এবার দুই টেস্টের চ্যালেঞ্জ। ৩১ মার্চ শুরু হবে প্রথমটি। স্বাগতিকদের কন্ডিশনে পরিস্থিতি বুঝে খেলতে অনুশীলনে শিষ্যদের তৈরি করছেন কোচ ডোমিঙ্গো।

সাকিব না থাকায় দলে ভারসাম্য আনার চেস্টা করছে টিম ম্যানেজমেন্ট। পাঁচ বোলারকে নিয়ে খেলার পরিকল্পনা। মুস্তাফিজ আইপিএলে যোগ দেয়ায় দায়িত্বভার এবাদতের কাঁধে। অনুশীলনের আগে জাতীয় সঙ্গিত গেয়ে স্বাধীনতা দিবস পালন করেছে বাংলাদেশ দল।  

বুধবার দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ে তামিম ইকবাল-তাসকিন আহমেদের বাংলাদেশ। প্রথমে তাসকিনের বোলিং তোপে বিধ্বোস্ত প্রোটিয়া ইনিংস। সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করে ১৫৪ রান করে স্বাগতিকরা। ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নেন তাসকিন। জবাবে তামিম-লিটনের ব্যাটে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। ২-১ এ জিতে নেয় ওয়ানডে সিরিজ।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2