• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বুড়ো ধোনির ফিফটিতে কলকাতাকে ১৩২ রানের লক্ষ্য দিলো চেন্নাই

প্রকাশিত: ২২:০১, ২৬ মার্চ ২০২২

আপডেট: ২২:১৮, ২৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
বুড়ো ধোনির ফিফটিতে কলকাতাকে ১৩২ রানের লক্ষ্য দিলো চেন্নাই

আজ শনিবার (২৬ মার্চ) শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর পঞ্চদশ আসর। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই।

রাত আটটায় শুরু হওয়া ম্যাচে টস জেতেন কলকাতার নতুন অধিনায়ক শ্রেযাস আয়ার। চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠিয়ে বোলারদের হাতে যে দায়িত্ব দিয়েছিলেন সেটা বোলাররা ভালো মতোই সম্পাদন করেছেন। চেন্নাইয়ের মতো ব্যাটিং লাইনের দলকে মাত্র ১৩১ রানেই গুটিয়ে ফেলেছেন বোলাররা।

চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে বুড়ো ও সবচেয়ে সফল তারকা ধোনি ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। ১০ ওভার শেষে ৬১ রান তুলতেই দলটি হারিয়ে ফেলে ৫ ব্যাটসম্যানকে। ঋতুরাজ গায়কাওড় (০) ডেভন কনওয়ে (৩) শিবম ডুবে (৩),  আম্বাতি রাইডু (১৫) ও রবিন উথাপ্পা (২৮) ফিরে যান দলকে বিপদে ফেলে।

আরও পড়ুন:

তবে নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজাকে নিয়ে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন ধোনি।  ২৬ বলে ২৮ রানে জাদেজা এবং ৩৮ বলে ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ধোনি।

কলকাতার হয়ে সুনীল নারিন ছিলেন কিপ্টে বোলার। ৪ ওভারে উইকেট না পেলেও রান দেন মাত্র ১৫। উমেশ যাদব ২০ রানে নেন দুটি উইকেট। আন্দ্রে রাসেল ও ভরুণ চক্রবর্তী নেন একটি করে উইকেট।

আইপিএলের সুপার এই আসর জয় দিয়ে শুরু করতে কলকাতার দরকার মাত্র ১৩২ রান। ব্যাটাররা মোটামুটি রান বের করতে পারলে জয় দিয়ে আসর শুরু করতে পারবে ওপার বাংলার দলটি। সেই সঙ্গে অধিনায়ত্বের সূচনাটাও রঙিন হবে আয়ারের জন্যে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে নামেনি কলকাতার ব্যাটসম্যানদ্বয়।

কলকাতা একাদশ : ভেঙ্কটেশ আয়ার, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আয়ার, নিতীশ রানা, স্যাম বিলিংস. আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শেলডন জ্যাকসন, উমেশ জাদব, শিভাম মাভি ও ভরুণ চক্রবর্তী।

চেন্নাই একাদশ : ঋতুরাজ গায়কাওড়, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, শিবম ডুবে, মাহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে ও তুষার দেশপাণ্ডে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2