বাংলাদেশকে ২৩৫ রানের টার্গেট দিলো ইংল্যান্ড

আইসিসি নারী বিশ্বকাপে বাংলাদেশকে ২৩৫ রানের টার্গেট দিল ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ইংল্যান্ড ২৩৪ রান সংগ্রহ করে। বাংলাদেশকে জিততে হলে প্রতি ওভারে প্রায় পাঁচ রান সংগ্রহ করতে হবে।
ইংল্যান্ড শুরুতে ১৫ রানে ইউকেট হারিয়ে ব্যাকফুটে পড়ে। এরপর ছাব্বিশ রানে দ্বিতীয় উইকেট পড়লে আশা জাগে বাংলাদেশ শিবিরে। তবে, তামসিন, স্কাইভার এবং জোন্স এর ধারাবাহিক পারফরমেন্স এ বড় রান সংগ্রহ করে ইংল্যান্ড।
সালমা খাতুন দশ ওভারে ৪৬ রান দিয়ে সর্ব্বোচ্চ দুই উইকেট তুলে নেন। এছাড়া জাহানারা আলম, রিতু মনি, ফাহিমা খাতুন এবং লতা মন্ডল একটি করে উইকেট পান।
ইংল্যান্ডের সোফিয়া সর্ব্বোচ্চ ৬৭ রান সংগ্রহ করেন। এছাড়া তামসিন ৩৩, স্কাইভার ৪০ জোন্স ৩১ রান করেন।
বিভি/এসআই
মন্তব্য করুন: