বড় সংগ্রহের পথে হোঁচট খেল বাংলাদেশ

আইসিসি মহিলা বিশ্বকাপে ইংল্যান্ডের দেওয়া ২৩৫ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। শারমিন-শামিমার ব্যাটের উপর ভর করে ১৭ ওভারে ৪০ রান করে বড় সংগ্রহের দিকে যাচ্ছিল বাংলাদেশ।
বাংলাদেশের সেই সংগ্রহে বাঁধ সাধল ইংল্যান্ডের সোফি। বোল্ড আউটে সাজ ঘরে পাঠান সালমাকে, যখন তার সংগ্রহ ২৩ রান। এরপর ১৯ ওভারে ২৩ রান সংগ্রহকারী শামিমাকেও সাজ ঘরে ফেরান সোফি।
এর আগে ব্যাট করে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ইংল্যান্ড ২৩৪ রান সংগ্রহ করে। ইংল্যান্ড শুরুতে ১৫ রানে ইউকেট হারিয়ে ব্যাকফুটে পড়ে। এরপর ছাব্বিশ রানে দ্বিতীয় উইকেট পড়লে আশা জাগে বাংলাদেশ শিবিরে। তবে, তামসিন, স্কাইভার এবং জোন্স এর ধারাবাহিক পারফরমেন্স-এ বড় রান সংগ্রহ করে ইংল্যান্ড।
বিভি/এসআই
মন্তব্য করুন: