মেসিকে ছাড়িয়ে গেলেন সুয়ারেজ

বার্সেলোনায় খেলার সুত্রে বন্ধুত্ব হলেও আবার খেলার সুত্রেই দু’জনেই বার্সেলোনা ছেড়েছেন। তবে বন্ধুত্ব কি ভোলা যায়, সময় পেলেই চলে আড্ডা। পুরোনো এসব খবরকে টপকে এবার নতুন খবর হলো গোল সংখ্যায় মেসিকে ছাড়িয়েছেন সুয়ারেজ। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার উরুগুয়ের ফরোয়ার্ড।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে ম্যাচে জয় পায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে বাইসাইকেল শটে দূর্দান্ত একটি গোল করেন সুয়ারেজ। এর সুবাদে মেসিকে টপকে যান তিনি।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুয়ারেজ লেখেন, ‘স্পেশাল রাত, ম্যাচ, জার্সি এবং গোল। অবিস্মরণীয় এই মুহূর্তগুলির চেয়ে বেশি আর কী চাইতে পারি!’
বিশ্বকাপের বাছাই পর্বে ৬২ ম্যাচ খেলে ২৯ গোল করেছেন বলে তথ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকান ফুটবল কনফেডারেশন।
বিভি/এসআই
মন্তব্য করুন: