• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাতার বিশ্বকাপের নতুন বল `আল রিহলা`

প্রকাশিত: ১২:৪৭, ৩১ মার্চ ২০২২

ফন্ট সাইজ
কাতার বিশ্বকাপের নতুন বল `আল রিহলা`

জাবুলানি, ব্রাজুকা, টেলস্টারের পর কাতার বিশ্বকাপের নতুন বল এলো 'আল রিহলা'। চলতি বছরের নভেম্বরে এই বিশ্বকাপে মেসি-রোনালদোর পায়ে যে বল ছন্দ তুলবে, এডিডাস তার নাম রেখেছে 'আল রিহলা'। কাতারের ঐতিহ্যবাহী স্থাপত্য, নৌকা এবং তাদের জাতীয় পতাকার রঙের ছোঁয়া রাখা হয়েছে এবারের বিশ্বকাপ বলে। আরবি এই নামের কাছাকাছি বাংলা অর্থ 'যাত্রা'। 

স্পোর্টস সামগ্রী প্রস্তুতকারী সংস্থা এডিডাসের দাবি, ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত যে কোনো বলের চেয়ে হাওয়ায় সবচেয়ে দ্রুতগতিতে ছুটতে পারবে এই আল রিহলা। দিন দিন ফুটবল খেলায় গতি বাড়ছে। খেলোয়াড়দের দ্রুততার সঙ্গে বলের ব্যাপারেও আমরা গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যের ব্যাপারটি মাথায় রেখেছি। 

এডিডাসের ডিজাইনার ফ্রানজিসকা লোফেনম্যানের দাবি, এবারের বিশ্বকাপে আল রিহলা পায়ে ছন্দ বাড়াবে ফুটবলারদের। যুক্তরাষ্ট্রের বাজারে ১৬৫ ডলার আর যুক্তরাজ্যে এই বলটি পাওয়া যাবে ১৩০ পাউন্ডে। ১৯৭০ বিশ্বকাপ থেকে এডিডাস তাদের সরবরাহকৃত বলের ভিন্ন ভিন্ন নাম দিয়ে আসছে। ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এবারের কাতার বিশ্বকাপের জন্য তাদের উপহার এই 'আল রিহলা'।

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2