দলে নেই তামিম ইকবাল

আত্মবিশ্বাসী পেস আক্রমণ নিয়ে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক টস জিতে বোলিং নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে প্রথম টেস্টের একাদশে নেই ওপেনার তামিম ইকবাল। পেটের সমস্যার ভুগছেন বাঁ-হাতি ওপেনার। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার চেয়ে অভিজ্ঞ দল নিয়ে মাঠে নামার সুযোগ ছিল বাংলাদেশ দলের। তবে ওপেনার তামিম না থাকায় ওই সুযোগ নিতে পারলো না বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা পাঁচ বোলার নিয়ে দল সাজিয়েছে। দুই স্পিনার ও তিন পেসার নিয়েছে তারা। তবে বাংলাদেশ একাদশ সাজিয়েছে এক স্পিনার ও তিন পেসার নিয়ে। বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম নেই একাদশে। খালেদ আহমেদ দলে জায়গা পেয়েছেন। বোলিং আক্রমণে নেই কোন বাঁ-হাতি।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির রাব্বি, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকার একাদশ: ডিন এলগার, সারেল আরউই, কিগান পিটারসন, রায়ান রিকলিটন, টেম্বা বাভুমা, কাইল ভারাইনে (উইকেটরক্ষক), ওয়ান মুলদার, সিমন হারমার, কেশব মহারাজ, ডুয়াইনি অলিভিয়ের, লিজার্ড উইলিয়ামস।
বিভি/এনএম
মন্তব্য করুন: