• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আচমকা টার্ন ভাবাচ্ছে টাইগারদের, আশা দেখছেন মিরাজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩, ২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
আচমকা টার্ন ভাবাচ্ছে টাইগারদের, আশা দেখছেন মিরাজ

ছবি সংগৃহিত

তৃতীয় দিনে বাংলাদেশের সামনে বড় দুশ্চিন্তার কারণ ডারবানের পিচ। এই পিচে বল আচমকা টার্ন পাচ্ছে, আবার কখনও কখনও খুব নিচু হয়ে আসছে। সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্ম দ্বিতীয় দিনে বাংলাদেশের চার উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের স্বপ্ন দেখাচ্ছেন। এমন অবস্থায় জয়, লিটন দাস ও ইয়াসির আলী রাব্বিতে ভরসা রাখছেন মেহেদী হাসান মিরাজ।

কিংসমিডে দ্বিতীয় দিনের খেলা শেষে ভিডিও বার্তায় মিরাজ শুনিয়েছেন আশার কথা। স্বাগতিকদের ছোঁড়া রানের যতটা সম্ভব কাছাকাছি যাওয়া যায় সেই চেষ্টার কথাই বলেছেন অফ-স্পিনিং অলরাউন্ডার।

মেহেদী মিরাজ বলেন, ‘এখনও খেলা অনেক বাকি। দুই দিন দেখে ফল অনুমান করা সম্ভব না। আমাদের এখনও অনেক সুযোগ আছে। জয় খুব ভালো খেলছে, এরপর লিটনদা আছে, রাব্বি আছে, আমি আছি। আমরা চেষ্টা করবো, ইনিংস যতদূর সম্ভব নিয়ে যাওয়া যায়।’

মিরাজ বলেন, ‘উইকেট থেকে স্পিনাররা সহায়তা পাচ্ছে। আমাদের চারটা উইকেট ওদের স্পিনাররাই পেয়েছে। বল আচমকা টার্ন করছে, মাঝে মধ্যে একটু নিচুও থাকছে, এটা সামলানো কঠিন। ব্যাটসম্যানরা যদি সামলাতে পারে, আমরা নিজেরা যদি মানসিকভাবে দৃঢ় হয়ে সামলাতে পারি, তাহলে হয়তো ওদের কাছাকাছি যেতে পারব।’

দ্বিতীয় দিন শেষে চার উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৯৮ রান। টাইগাররা এখনও পিছিয়ে ২৬৯ রান। তৃতীয় দিনে তাসকিনকে নিয়ে শুরু করবেন ৪৪ রানে ব্যাট করতে থাকা জয়।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2