• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আইপিএলে আজ দিল্লির হয়ে খেলতে পারেন মোস্তাফিজ

প্রকাশিত: ১৬:৫৩, ২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
আইপিএলে আজ দিল্লির হয়ে খেলতে পারেন মোস্তাফিজ

দিল্লির জার্সিতে মোস্তাফিজুর

আইপিএলের ১৫তম আসর শুরু হয়েছে গত ২৬ মার্চ। এর মধ্যে ৮টি ম্যাচ সম্পন্নও হয়েছে। আজ দুটি ম্যাচ মাঠে গড়াবে। যার প্রথমটি শুরু হয়েছে বিকাল ৪টায়। ওই ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়েলস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর রাত ৮টায় মাঠে নামবে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিট্যালস। এই ম্যাচেই আইপিএলের মঞ্চে দেখা যেতে পারে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলতে যাওয়া মোস্তাফিজুর রহমানকে।

যদিও এটা দিল্লির দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচের সময় কোয়ারেন্টাইনে ছিলেন মোস্তাফিজ। সেই বাধ্যবাধকতা কাটিয়ে যোগ দিয়েছেন দিল্লি দলের অনুশীলনে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, আেই দিল্লির হয়ে অভিষেক হচ্ছে ফিজের। তার। যদিও একটি জায়গায় সংশয় রয়েছে। 

একাধিক বিদেশি তারকা পেসারে ঠাসা দিল্লির স্কোয়াড। সেখানে রয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা লুঙ্গি এনগিদি। তাই এ ম্যাচে মোস্তাফিজের জায়গায় তাকেও বিবেচনা করতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। তবে মুম্বাইয়ের বিপক্ষে মাত্র দুই বিদেশিনিয়ে খেলেছিল দিল্লি। ফলে দলে আরও দুই বিদেশি নেওয়ার সুযোগ থাকছে তাদের। 

আজকের ম্যাচে মোস্তাফিজ ও লুঙ্গিকে নিয়ে চার বিদেশির কোটা পূরণ করতে পারে তারা। বিভিন্ন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট সম্ভাব্য একাদশে মোস্তাফিজকে রেখেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2