• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পড়ন্ত বিকেলের বৃষ্টিতে শেষ হলো ডারবান টেস্টের তৃতীয় দিন

প্রকাশিত: ২১:০৬, ২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
পড়ন্ত বিকেলের বৃষ্টিতে শেষ হলো ডারবান টেস্টের তৃতীয় দিন

ইতিহাস গড়ে ফিরে যাচ্ছেন মাহমুদুল হাসান জয়

মাহমুদুল হাসান জয়ের ঐতিহাসিক ইনিংসে ডারবান টেস্টে খেলায় ফিরেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে পিছিয়ে আছে ৭৫ রানে। ২৯৮ রানে বাংলাদেশ যখন অলআউট হয়, তখনো প্রায় ১২ ওভার খেলা করা যেতো। কিন্তু পড়ন্ত বিকেলে আলো-ছায়ার খেলা আর বৃষ্টিতে ৪ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। ওই ৪ ওভারে ৬ রান তোলে স্বাগতিকরা।

ডারবান টেস্টে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার অবস্থান এখন সমান-সমান। দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের জবাবে প্রথম ইনিংসে ২৯৮ রান তুলেছে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে ৬৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিকরা। ফলে তৃতীয় দিন শেষে ৭৫ রানের লিড পেয়েছে ডিন এলগারা।
 
এর আগে ডারবানে বাংলাদেশের হয়ে এই ইনিংসে ইতিহাস গড়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করার কীর্তি গড়েছেন এই তরুণ ওপেনার। শেষ ব্যাটসম্যান হিসেবে যখন ফিরে যান, তখন নামের পাশে জ্বলজ্বল করছে ১৩৭ রান।
 
টাইগারদের ইনিংসের শুরুতে সাদমান (৯), মুমিনুল (০) ও মুশফিক (৭) বাংলাদেশকে বিপদে ফেলে যান। দলের হয়ে হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও জয়। শান্ত (৩৮) ফিরে গেলেও জয় নিজেকে অটুট রাখেন। লিটন, ইয়াসির ও মিরাজকে সাথে নিয়ে গড়েন কার্যকরী ছোটখাটো কয়েকটা জুটি।  লিটন দাস ৪১, ইয়াসির আলী ২২ এবং মেহেদি হাসান মিরাজ ২৯ রান করে দলের বিপদ কমাতে ভূমিকা রাখেন।

বাংলাদেশের ইনিংস মূলত ধ্বসিয়ে দিয়েছেন প্রোটিয়া প্রেসার শিমন হারমার। গতকাল ৪টি উইকেট শিকার করে টপঅর্ডার ধসিয়ে দেন। আজ অবশ্য তিনি কোনো উইকেট পাননি। আজ লিজার্ড উইলিয়ামস ৩টি এবং ডুইয়ান অলিভেয়ার ও ওয়াইন মুডলার ১টি করে উইকেট নেন।

এর আগে প্রথম ইনিংসে ৩৬৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ৪টি, মেহেদি হাসান মিরাজ ৩টি এবং এবাদত হোসেন দুটি উইকেট লাভ করেছিলেন। 

স্বাগতিকদের পক্ষে ব্যাট হাতে টেম্বা বাভুমা ৯৩, ডিন এলগার ৬৭, শ্যারেল এরিইউ ৪১ রান করেন। দ্বিতীয় দিন ব্যাটে নেমে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছিল বাংলাদেশ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2