• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রথম ম্যাচেই নিজের জাত চেনালেন মোস্তাফিজ

প্রকাশিত: ২১:৫৮, ২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
প্রথম ম্যাচেই নিজের জাত চেনালেন মোস্তাফিজ

এ যেন পুরোনো সৈনিক নিজের জাত নতুনভাবে চেনালেন। চলতি আইপিএলে প্রথমবার মাঠে নেমেই বাজিমাত করেছেন কাটার মাস্টারখ্যাত মোস্তাফিজুর রহমান। দিল্লির হয়ে অভিষেক ম্যাচে চমক দেখিয়ে শিকার করেছেন ৩টি মূল্যবান উইকেট।

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একমাত্র বাংলাদেশি হিসেবে খেলছেন দ্য ফিজ। শুধু তাই নয়, প্রথমবারের মতো গায়ে চাপিয়েছেন দিল্লি ক্যাপিটালসের জার্সি। এবারের আসরে নিজের প্রথম ওভারেই দেখিয়েছেন ক্যারিশমা। তৃতীয় বলেই নিজের নামের পাশে উইকেট যোগ করেন সাতক্ষীরার এই তরুণ।

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৪ ওভার বোলিং করে মাত্র ২৩ রান খরচায় তুলে নিয়েছেন ৩টি উইকেট। নির্ধারিত ২০ ওভার শেষে গুজরাট ১৭১ রান তুলেছে। বাকি সব বোলারের যেখানে ইকোনমি রেট ৮, ৯ ও ১৯ এর উপরে। সেখানে মোস্তাফিজ রান খরচা করেছেন ওভারপ্রতি মাত্র ৫.৭৫। ইনিংসের প্রথম, ষষ্ঠ, ১৭তম এবং ২০তম ওভার মোস্তাফিজের উপর ভরসা রাখে ঋষভ পন্ত। তার ভরসার উত্তম প্রতিদান দেন এই বাঁহাতি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2