হেইন’স এর হাফসেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯৭

আইসিসি ওমেন’স ওয়ার্ল্ড কাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া। প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২০ ওভারে ৯২ রান।
ক্রাইস্টচার্চে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হাইনেস এবং হেইলি’র রক্ষনাত্বক খেলায় কোন উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯২। হাইনেস একষট্টি বলে সাতচল্লিশ এবং হেইলি আটষট্টি বলে উনপঞ্চাশ রান সংগ্রহ করে।
ইংল্যান্ড এর বোলিং ছিল শুরু থেকেই নিয়ন্ত্রিত। ব্রান্ট, স্কাইভার, ক্রস ডিনরা বুঝেশুনে বল করছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
২০১৭ সালে ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ইংল্যান্ড।
বিভি/ এসআই
মন্তব্য করুন: