• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘আইরনম্যান ওয়াল্ড চ্যাম্পিয়নশিপে’ আরাফাতের কো-স্পন্সর বিডি ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৪, ৭ এপ্রিল ২০২২

আপডেট: ১৬:৪৯, ৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
‘আইরনম্যান ওয়াল্ড চ্যাম্পিয়নশিপে’ আরাফাতের কো-স্পন্সর বিডি ফাইন্যান্স

আরাফাত -ফাইল ছবি

‘আইরনম্যান ওয়াল্ড চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী সামছুজ্জামান আরাফাতকে কো-স্পন্সর করেছে- ননব্যাংকিং ফাইন্যান্সিশিয়াল ইনস্টিটিউশন বাংলাদেশ (বিডি) ফাইন্যান্স লিমিটেড। 

আগামী ৭ মে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট জর্জে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে; প্রতিযোগিতায় বাংলদেশকে প্রতিনিধিত্ব করবেন আরাফাত। বিশ্ব অ্যাথলেটের ওই প্রতিযোগীতায় আরাফাত ইতোমধ্যে কোয়ালিফাই রাউন্ড অতিক্রম করেছেন। বেশ কয়েকটি ধাপ অতিক্রম শেষে চ্যাম্পিয়নশিপের সেই অনুষ্ঠানে আরাফাত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সকেও রিপ্রেন্ট করবে। যা ইতিহাস হয়ে থাকবে বলে জানান দেশের গর্ব আরাফাত।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকার দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে আরাফাতের হাতে স্পন্সরশিপের রেপ্লিকা চেক তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ। 

আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের যে কোন ইতিহাসের অংশ হতে পারা গর্বের ও আনন্দের। বাংলাদেশ ফাইন্যান্স বরাবরই বাংলাদেশের সমৃদ্ধি আর প্রবৃদ্ধির সঙ্গে অংশীদার হতে চায় বলেই আরাফাতের জন্য ভালোবাসার হাত বাড়িয়েছে। আরাফাত আর বাংলাদেশের সফলতা মানে বাংলাদেশ ফাইন্যান্সের সফলতা বলেও জানান তিনি।

বিভি/এএইচ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2