• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আজও মুস্তাফিজকে একাদশে নিয়ে মাঠে নামলো দিল্লি

প্রকাশিত: ১৯:৫৩, ৭ এপ্রিল ২০২২

আপডেট: ২০:০৪, ৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
আজও মুস্তাফিজকে একাদশে নিয়ে মাঠে নামলো দিল্লি

আইপিএলের চলমান আসরে দুটি ম্যাচ খেলেছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে দিল্লি। দ্বিতীয় ওই ম্যাচে ঝলমলে বোলিং করেন কাটার মাস্টার মুস্তাফিজ। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) তৃতীয় ম্যাচ খেলতে নামছে ফিজের দিল্লি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি।

ম্যাচ শুরুর আগে টস জেতে লক্ষ্ণৌর সেনাপতি লোকেশ রাহুল। তবে টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন রাহুল। আজকের ম্যাচেও দিল্লির একাদশে আছেন মুস্তাফিজ। তিন পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে দিল্লি।

আরও পড়ুন:

ইনজুরির কারণে বাংলাদেশ সফর মিস করা দক্ষিণ আফ্রিকার গতি তারকা এনরিক নরকিয়া সুযোগ পেয়েছেন। আইপিএলে শুরুর দুই ম্যাচেও খেলতে পারেননি তিনি। খলিল আহমেদের জায়গায় খেলবেন তিনি।

অন্যদিকে পাকিস্তান সফর শেষ করে ভারতে এসেছেন ডেভিড ওয়ার্নার। নিউজিল্যান্ডের টিম সাইফার্টের জায়গায় একাদশে এসেছেন ওয়ার্নার। আর মানদ্বীপ সিংকে সরিয়ে একাদশে নেয়া হয়েছে সরফরাজ খানকে।

দিল্লির সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, ঋষভ পান্ত, ললিত যাদব, রোভম্যান পাওয়েল, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, এনরিক নরকিয়া, মুস্তাফিজুর রহমান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2