• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সেমিফাইনালের আশা টিকে থাকলো বার্সার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ৮ এপ্রিল ২০২২

আপডেট: ১২:১৬, ৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
সেমিফাইনালের আশা টিকে থাকলো বার্সার

জাভি হার্নান্দেজের অধীনে লিগে দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। ক’দিন আগে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ধসিয়ে দিয়েছে তারা। তবে উয়েফা ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে ওই ছন্দ দেখাতে পারেনি কাতালানরা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে জার্মান ক্লাব ইনট্রাক্ট ফ্রাঙ্কফুটের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে বার্সা। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ফেরান তোরেস গোল করে দলকে সমতায় ফেরান। প্রথম লেগের ম্যাচে ওই সমতা নিয়ে মাঠ ছেড়েছে জাভির দল।

প্রতিপক্ষের মাঠ থেকে ১-১ গোলের সমতা করে ফেরায় ইউরোপের দ্বিতীয় শ্রেষ্ঠ শিরোপার লড়াইয়ে সেমিফাইনালে যাওয়ার সুযোগ টিকে থাকলো বার্সার। 

আগামী ১৪ এপ্রিল ন্যু ক্যাম্পে জার্মানদের মুখোমুখি হবে বার্সা। এই ম্যাচও কঠিন হবে মনে করছেন জাভি, ‘আমরা স্বাভাবিকের চেয়ে কম সুযোগ তৈরি করেছি। কিন্তু ফল নিয়ে আমরা সন্তুষ্ট এবং পরের লিগ আমাদের ঘরে। ন্যু ক্যাম্প হবে আমাদের জন্য প্রেসার কুকারের মতো, ঠিক যেভাবে তাদের ভক্তরা আজ ছিল।’

চলতি মৌসুমে বার্সা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। লিগ টেবিলে তারা সেরা চারের বাইরে ছিল। সেজন্য আগামী আসরের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করার জন্য ইউরোপা খেলতে হচ্ছে ক্লাবটির। তবে লিগে বার্সা এখন দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। সেরা চারে তাদের জায়গাও মোটামুটি পাকা। ইউরোপার শিরোপা নিয়ে তাই বাড়তি দুশ্চিন্তা করতে হচ্ছে না কাতালানদের।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2