লাহোরের রাস্তার ইফতার বিতরণ করলেন বাবর-শাদাব (ভিডিও)

নিজে হাতে ইফতারি বিতরণ করছেন বাবর
রমজানের পবিত্র সংযম ও ত্যাগ সবই ছুঁয়ে যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটের নতুন পোস্টার বয় বাবর আজমকে। ক্যারিয়ারের উড়ন্ত সময়ে আছেন এই টপঅর্ডার ব্যাটসম্যান। সম্প্রতি ঘরের মাঠে শেষ করেছেন অস্ট্রেলিয়া সিরিজ। এখন মন দিয়েছেন ধর্ম-কর্মে। লাহোরের ব্যস্ত রাস্তায় নেমে বিলিয়ে বেড়াচ্ছেন ইফতারি। টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে এমনই দেখা গেছে।
গতকাল বৃহস্পতিবার সহ–অধিনায়ক শাদাব খানকে নিয়ে নিজের শহর লাহোরে ইফতারি বিতরণ করেছেন তিনি। পিএসএল ও অস্ট্রেলিয়া সিরিজের কারণে বহুদিন বাড়িতে যেতে পারেননি। তাই ছুটি পেয়েই বাড়িতে গেছেন। লাহোরে ফিরে নিজের খুশি অন্যের সঙ্গে ভাগাভাগি করে নিতে চেয়েছেন।
পঞ্চম রোজার দিনে ইফতারি বিতরণ করেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, লাহোরের রাস্তায় ইফতারি বিতরণ করছেন বাবর ও শাদাব।
চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজে না খেলা শাদাব এই ক্ষেত্রে অন্তত অধিনায়ককে সাহায্য করতে পেরেছেন। বড় এক হাঁড়ি থেকে বিরিয়ানি বিতরণ করছেন বাবর। পাশে বেশ কয়েকটি পাত্রে শরবতও ছিল।
গত কিছুদিন পাকিস্তানি ক্রিকেটারদের মহানুভবতার এমন ভিডিও বেশ আলোচনার জন্ম দিচ্ছে। এর আগে টেস্টের ইনিংস–বিরতিতে পাখিদের খাবার খাইয়েছিলেন পাকিস্তানি ওপেনার আবিদ আলী।
বিভি/এজেড
মন্তব্য করুন: