পোর্ট এলিজাবেথ টেস্ট
দ্বিতীয় দিনের শুরুতেও প্রথম আঘাত খালেদের

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথমদিনে দক্ষিণ আফ্রিকার শিবিরে প্রথম আঘাত হেনেছিলেন পেসার খালেদ আহমেদ। যদিও পুরো দিনজুড়ে প্রোটিয়া ব্যাটাররা বেশ ভুগিয়েছে বাংলাদেশি বোলারদের। দিনশেষে ৫ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলেছিল ডিন এলগারের দল।
কাইল ভেরানে ১০ রানে এবং ও খাতা খুলতে না পারা ওয়াইন মুল্ডার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন দুপুর ২টায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৮ ওভার ব্যাটিং করেছে স্বাগতিকরা। ৬ উইকেট হারিয়ে রান তুলেছে ৩৬৩। কেশব মহারাজ ৪১ ও ওয়াইন মুল্ডার ৩০ রানে ক্রিজে আছেন।
প্রথম দিনের মতো আজও বাংলাদেশের হয়ে প্রথম সাফল্য এনে দিয়েছেন পেসার খালেদ আহমেদ। গতকালের স্কোরবোর্ডের সাথে ২২ রান যোগ করে সাজঘরে ফেরেন কাইল ভেরানে।
ব্যক্তিগত ২২ রানের সময় খালেদের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
এর আগে ম্যাচের প্রথমদিনে একের পর এক ব্যাটসম্যান ফিফটি তুলে নিয়ে রানের চাকা রেখেছেন সচল। অন্যদিকে বারবার হাত ঘুরিয়েও সাফল্যের খাতায় নাম ওঠাতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশের বোলারদের। তবে শেষ বিকেলে তাইজুলের ঘুর্ণি আর খালেদের পেসে একটু হলেও শেষদিকে স্বস্তি বইয়ে দিয়েছে।
ফিফটি হাঁকিয়ে সাজঘরে ফিরেছেন দলনায়ক এলগার (৭০), টেম্বা বাভুমা (৬৭) ও কেগান পিটারসেন (৬৪)। এছাড়া সারেল এরইউ ২৪ ও রায়ান র্যাকেলটন ৪২ রান করেন। বাংলাদেশের হয়ে সাফল্য পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও পেসার খালেদ আহমেদ। ৫টি উইকেটের মধ্যে তাইজুল একাই নিয়েছেন ৩টি আর বাকি দুটি খালেদ। উইকেটের পেছনে লিটন দুটি ক্যাচ নিয়েছেন। স্লিপে রিকেলটনের ক্যাচ নিয়েছেন ইয়াসির আলী। আর পিটারসেন ফেরেন লেগ বিফোরের ফাঁদে পড়ে। আর দিনের শেষ উইকেট হিসেবে নাজমুল হোসেন শান্তর হাতে খালেদের বলে ক্যাচ দিয়ে ফেরেন বাভুমা।
বিভি/এজেড
মন্তব্য করুন: