• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিরতির আগে পোর্ট এলিজাবেথে ঝড় তুললেন মহারাজ

প্রকাশিত: ১৬:৩৬, ৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
বিরতির আগে পোর্ট এলিজাবেথে ঝড় তুললেন মহারাজ

আজ ঝড়ো ব্যাটিং করছেন কেশব মহারাজ। ছবি: ক্রিকইনফো

টেস্ট ম্যাচে ঝড়ো ব্যাটিং করছেন কেশব মহারাজ। পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ হয়েছে। মধ্যাহ্নভোজের বিরতি চলছে। বিরতির আগে দুটি উইকেট শিকার করেছে বাংলাদেশ। আর এই সময়ে ২৫ ওভারে ১০৬ রান তুলেছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখার সময় লাঞ্চব্রেক চলছিল। ১১৫ ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ৩৮৪ রান তুলেছে ডিন এলগারের সেনারা। কেশব মহারাজ ৬১ বলে ৫৫ এবং শিমন হারমার ৩ রানে ব্যাটিং করছেন।

আগের দিন ৫ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলেছিল ডিন এলগারের দল। কাইল ভেরানে ১০ রানে এবং ও  খাতা খুলতে না পারা ওয়াইন মুল্ডার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন দুপুর ২টায়। প্রথম দিনের মতো আজও বাংলাদেশের হয়ে প্রথম সাফল্য এনে দিয়েছেন পেসার খালেদ আহমেদ। ব্যক্তিগত ২২ রানের সময় খালেদের বলে বোল্ড হয়ে ফেরেন কাইল ভেরানে। এরপর মুল্ডারকে (৩৩) বোল্ড করেন তাইজুল ইসলাম

এরপর শুরু হয় কেশব মহারাজের তাণ্ডব। ঝড়ো ব্যাটিং করে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন তিনি। ব্যক্তিগত ৪৬ রানে ব্যাটিংয়ে সময় মিরাজকে ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নেন মহারাজ। ৪টা চার ও ৩টা ছক্কা হাঁকিয়েছেন মহারাজ। এরপর অবশ্য আর কোনো উইকেট শিকার করতে পারেনি টাইগরা বোলাররা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2