তাইজুলের ৫ শিকারের পরও ৫শ’র দিকে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা

ডারবানের মতো পোর্ট এলিজাবেথেও বাংলাদেশকে ভোগাচ্ছে মহারাজ। আগের টেস্টে বল হাতে ভেলকি দেখানো মহারাজ আজ উইলো হাতে ঝড় তুলেছেন। আর সেই ঝড়ে ক্রমেই চাপের মুখে পড়ে যাচ্ছে বাংলাদেশ। পোর্ট এলিজাবেথ টেস্টে ব্যাকফুটে রয়েছে সফরকারী বাংলাদেশ। যদিও বল হাতে তাইজুল ইসলাম ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন। কিন্তু তাতেও কাজের কাজ হয়নি। ৫শ’ ছুঁই ছুঁই স্কোর দাঁড় করিয়েছেন এলগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩৫ ওভার খেলেছে দক্ষিণ আফ্রিকা। ৮ উইকেট হারিয়ে রান তুলেছে ৪৫৩। শিমন হারমান ২৯ ও লিজার্ড উইলিয়ামস ১৩ রানে ক্রিজে আছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৫টি ও খালেদ আহমেদ ৩টি উইকেট নেন।
পোর্ট এলিজাবেথ টেস্টে আট নম্বর পজিশন ব্যাটিংয়ে নেমে দলের হয়ে সর্বোচ্চ রান করেন মহারাজ। প্রোটিয়া এই অলরাউন্ডারই বেশি ভুগিয়েছেন টাইগাদের। লোয়ারঅর্ডার এই ব্যাটার টেস্ট ম্যাচ খেলেছেন ওয়ানডের আদলে। ৯৫ বলে ৯টি চার আর তিন ছক্কায় ৮৪ রান করে তাইজুলের পঞ্চম শিকার হন। মহারাজের আগে পোর্ট এলিজাবেথে তাইজুল শিকার করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার, কিগান পিটারসেন, রায়ান রিকটন ও ওয়েন মুল্ডারকে।
টেস্ট ক্যারিয়ারের ৩৬ ম্যাচে ৬১ ইনিংসে এনিয়ে ১০বার পাঁচ বা তার বেশি উইকেট শিকার করলেন তাইজুল। টেস্টে তার সেরা বোলিং ফিগার ৮/৩৯। ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬.৫ ওভারে ৭ মেইডেন দিয়ে ৩৯ রানে ৮ উইকেট শিকার করেছিলেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: