ম্যাচ হেরে রেগে সমর্থকের ফোন ভাঙ্গলেন রোনালদো

এভারটনের কাছে ১-০ গোলে হেরে রেগেমেগে এক সমর্থকের ফোন ভেঙ্গেছে রোনালদো। বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা- সমালোচনা।
গেল রাতে রোনালদোর ফোন ভাঙ্গার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এভারটনের একজন্ সমর্থক রোনালদোদের মাঠ ছেড়ে ফেরার সময় ভিডিও করছিলেন।
কিন্তু ম্যাচ খোয়ানো রোনালদোর এটা সহ্য করতে পারেন নি, সজোরে আঘাত করেন ঔই সমর্থক কে, ভেঙ্গে চুরমার হয়ে যায় তার ফোন।
গত কালের ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে চলে আসার একটা সুযোগ ছিল রোনালদোদের, জিততে পারলে চারে থাকা টটেনহ্যামের সঙ্গে পয়েন্টে সমতা ফেরাতে পারতো দলটি। স্কাই স্পোর্টস বলছে, রোলানদোর এমন ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে দলটি।
বিভি/ এসআই
মন্তব্য করুন: