আরব আমিরাতের ‘বাসিন্দা’ হচ্ছেন আফগান ক্রিকেটাররা

আফগানিস্তানের ক্রিকেটাররা কখনও ভারত, কখনও পাকিস্তান আবার কখনও সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেন থাকেন। কারণ নিজেদের দেশে খেলতে পারেন না। খুব অল্প সময়ের মধ্যে উন্নতিও হয়েছে আফগানিস্তান ক্রিকেটারদের। মাত্র কয়েক বছরের মধ্যেই বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তি হিসেবে উঠে আসে। যার ফলশ্রুতিতে পেয়েছে আইসিসির টেস্ট খেলার মর্যাদা। টি-টোয়েন্টিতে তো আফগানরা একটি শক্তিশালী দল হিসেবেই নিজেদের প্রতিষ্ঠা করে নিয়েছে এরই মধ্যে।
আফগানিস্তানের ক্রিকেটাররা তাদের দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন দেশে খেলতে যাওয়ার আগে সব সময়ই ভিসা সমস্যায় পড়তে হয়। এবার সে সমস্যা কাটিয়ে উঠার পদক্ষেপ নিয়েছে। পাকাপাকিভাবে আরব আমিরাতের ‘বাসিন্দা’ হচ্ছেন তারা।
দেশটির প্রায় দুই ডজন ক্রিকেটার ও কর্মকর্তার জন্য সংযুক্ত আরব আমিরাতের আবাসিক ভিসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে চিহ্নিত সদস্যরা বর্তমানে অবস্থান করছেন আরব আমিরাতে। সেখানে চালিয়ে যাচ্ছেন অনুশীলনও। বিশেষ করে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ভিসা সহজে পাওয়ার জন্যই আফগান ক্রিকেট বোর্ডের এমন পরিকল্পনা বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন:
এসিবি এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের জাতীয় দল আরব আমিরাতে প্রায়ই ম্যাচ বা সিরিজ খেলে থাকে। যে কারণে খেলোয়াড় ও কিছু কর্মকর্তার জন্য আরব আমিরাতে বসবাসের স্থায়ী অনুমতি নেয়ার প্রয়োজন মনে করছে। ভিসা সমস্যা কাটানোর জন্য এটাই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রথম পদক্ষেপ।
গত জানুয়ারিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের ভিসা পেতে বেশ সমস্যায় পড়েছিল। যে কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যেতে তাদের বিলম্ব হয়। যে কারণে দলটি কয়েকটি ওয়ার্মআপ ম্যাচ খেলতে পারেনি, ঠিকভাবে অনুশীলন করতে পারেনি।
বিভি/এএইচ/রিসি
মন্তব্য করুন: