পোর্ট এলিজাবেথেও হারের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ

পোর্ট এলিজাবেথে গেবেখা টেস্টের তৃতীয় দিন শেষেই হারের দিকে ঝুঁকে গেছে বাংলাদেশ। ম্যাচের চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে ৪১৩ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে দিনের শেষ বিকেলে মাত্র ৯টি ওভার খেলেছে মুমিনুলরা। এতেই ঘটে গেছে বড্ড বিপদ।
টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ। চতুর্থদিনের শুরুতে হারের আশা নিয়েই মাঠে নামতে হবে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের। এর আগে সিরিজের প্রথম টেস্ট ডারবানেও বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।
তৃতীয় দিন শেষে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৩ উইকেট হারিয়েছে। এর আগে সকালে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ২১৭ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। এরপর প্রথম ইনিংসে ৪৫৩ রান করা দক্ষিণ আফ্রিকা লিড পায় ২৩৬ রানের। এ দিনই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৬ উইকেটে ১৭৬ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার।
সব মিলিয়ে বাংলাদেশের সামনে চতুর্থ ইনিংসে লক্ষ্য দাঁড়ায় ৪১৩ রানের। আর সেটি তাড়া করতে নেমেই প্রথম ওভারে মাহমুদুল হাসান জয়কে হারায় টাইগাররা। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া জয় এই ইনিংসেও রানের খাতা খুলতে পারেননি। কেশভ মহারাজের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জয়। ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘টেস্ট পেয়ার’ এর তেতো অভিজ্ঞতা হলো এই ব্যাটারের।
ইনিংসের তৃতীয় ওভারে নাজমুল শান্তকেও হারিয়ে বসে বাংলাদেশ। ৭ রান করে মহারাজের বলে এলবির ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন শান্ত। এরপর ইনিংস গড়ার চেষ্টা করেন তামিম ও মুমিনুল। তবে ১৩ রান করা তামিম স্পিনার সাইমন হার্মারের বাড়তি বাউন্সে পরাস্ত হয়ে মাঠ ছাড়েন। হার্মারের বল তামিমের গ্লাভসে লাগলে মুল্ডার তালুবন্দী করেন। তামিমের আউটের সঙ্গে সঙ্গে আম্পায়াররাও দিনের খেলার শেষ ঘোষণা করেন।
তৃতীয় দিন সকালে দলীয় ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে মাঠে নামেন টাইগারদের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও ইয়াসির আলী। দারুণ ব্যাটিংয়ে ষষ্ঠ উইকেটে ৭০ রান যোগ করেন ইয়াসির ও মুশফিক। তবে ইয়াসির ৪৬ রান করে ফিরলে ভাঙে জুটিটি। এরপর ফিফটি ছুঁয়ে ফেরেন মুশফিকও। শেষ পর্যন্ত ২১৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ওয়ানডে স্টাইল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেটে ১৭৬ রান তোলে প্রোটিয়ারা। এর মধ্যে তাইজুল ৩টি ও মেহেদীর ২ উইকেটের সুবাদে ছয় উইকেট হারায় প্রোটিয়ারা।
বিভি/এজেড
মন্তব্য করুন: