দক্ষিণ আফ্রিকার কাছে আবারও বড় হারের লজ্জায় ডুবলো বাংলাদেশ

লিটনের মতোই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন। ছবি: ক্রিকইনফো
দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজের সামনে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ দল। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে ৩৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। সোমবার ম্যাচের চতুর্থ দিন মাত্র ১৪ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল। রবিবার তৃতীয় দিন শেষ বিকেলে মাত্র ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে ৮০ রানেই শেষ হলো দ্বিতীয় ইনিংস।
গতকাল রবিবার পোর্ট এলিজাবেথ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রানে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১৩ রানের।
এর আগে, টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলোঅন এড়াতে বাংলাদেশের করতে হতো ২৫৩ রান। ফলোঅন থেকে ৩৬ রান আগেই গুটিয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস। ফলে দক্ষিণ আফ্রিকা ২৩৬ রানে এগিয়ে থাকে।
আরও পড়ুন:
তৃতীয় দিনের শুরুতেই বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয় খেলা শুরু হতে। এরপর মুশফিক ও ইয়াসির শুরু করেন তৃতীয় দিনের ব্যাটিং। এই জুটিতে কিছুটা আশা দেখেছিল বাংলাদেশ। কিন্তু জমে ওঠার আগেই ইয়াসিরকে বিদায় করে এই জুটি ভাঙেন মহারাজ। ৮৭ বলে ৪৬ রান করে আউট হন ইয়াসির। এরপর ফিরে যান মুশফিকুর রহিম। তাদের বিদায়ে প্রথম সেশনটা খুব হতাশায় কাটে বাংলাদেশের। এরপর আর বেশিদূর যেতে পারেনি টাইগাররা। বাকি ব্যাটাররা আসা যাওয়ার মধ্যে থাকায় ২১৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।
এর আগে, পোর্ট এলিজাবেথ টেস্টে দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে টাইগার টপ অর্ডার। শুরুটা করেন তরুণ জয়। তারই দেখানো পথে হাঁটেন সিনিয়ররা। তামিম ৪৭ ও শান্ত ৩৩ রানের ইনিংস খেললেও, রান খরায় থাকা মুমিনুল ফেরেন ৬ রানে।
আর অলিভারের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে লিটনের ব্যাটে আসে ১১রান। টপ অর্ডারের ৫ ব্যাটার হারিয়ে বিপর্যস্ত টাইগারদের দিনের শেষ পর্যন্ত টেনে নেন মুশফিক ও ইয়াসির। দিন শেষে বাংলাদেশের স্কোর ছিলো ৫ উইকেটে ১৩৯ রান।
এর আগে, প্রথম ইনিংসে ব্যাট করে ৪৫৩ রানে থামে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন কেশব মহারাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান করেন ডিন এলগার।
বিভি/এএইচ/এজেড
মন্তব্য করুন: