সোমবার শুরু ডিপিএলের সুপার লিগ, থাকছে রিজার্ভ ডে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) প্রথমপর্ব শেষ হয়েছে। ছয়টি দল সুপার লিগে জায়গা করে নিয়েছে। শনিবার চূড়ান্ত হয়েছে সুপার লিগের সূচিও। ১৮ এপ্রিল শুরু হবে সুপার লিগ। শেষ হবে ২৮ এপ্রিল। এবার সুপার লিগের প্রতিটি ম্যাচে থাকছে রিজার্ভ ডে। সুপার লিগের মাঝেই অনুষ্ঠিত হবে রেলিগেশন লিগ।
এবার প্রিমিয়ার লিগ যখন শুরু হয়, জাতীয় দলের ক্রিকেটাররা তখন ছিলেন দক্ষিণ আফ্রিকায়। ওয়ানডে সিরিজ শেষে অনেকেই ফিরে অংশ নিয়েছেন প্রথম পর্বে। টেস্ট স্কোয়াডের সদস্যরা দেশে ফিরতে ফিরতে প্রথম পর্ব প্রায় শেষ। দল সুপার লিগে উঠতে না পারায় অনেক ক্রিকেটার সুযোগই পাননি ঢাকা লিগে খেলার।
এবার তারকা সমৃদ্ধ দল গড়েও সুপার লিগে উঠতে ব্যর্থ মোহামেডান। তাই মোহামেডানের মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ সুযোগ পাননি ঢাকা লিগে খেলার। যেহেতু মোহামেডানের জার্সি গায়ে একটাও ম্যাচ খেলেননি তাই তাদের সুযেগ মিলছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলার। সিসিডিএম মিটিংয়ে তাদের খেলার ছাড়পত্র দেয়া হয়েছে।
সুপার লিগের প্রথম দিনে মাঠে গড়াবে তিনটি ম্যাচ। সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। একই দিনে সাভারের বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। এবং লিজেন্ডস অব রূপগঞ্জ লড়বে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের ম্যাচগুলো দেখা যাবে টিভিতে। আর বিকেএসপির ম্যাচগুলো দেখতে চোখ রাখতে হবে ডিজিটাল মাধ্যমে।
১৮ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। তাদের সমান পয়েন্ট নিয়েও তৃতীয়স্থানে আছে লিজেন্ড অব রূপগঞ্জ।
শুরুতে দারুণ পারফর্ম করলেও লেগ রেসে অনেকটাই পিছিয়ে পড়েছে প্রাইম ব্যাংক। তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। ১০ পয়েন্ট নিয়ে সুপার লিগের বাকি দুই দল রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিভি/এজেড
মন্তব্য করুন: