বিসিবির প্রেসবক্সে বাড়ছে আসন সংখ্যা

বদলে যাচ্ছে বিসিবির প্রেস বক্সের চেহারা। স্থান সংকুলান না হওয়ায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে খেলা কাভার করতে আসা সাংবাদিকদের এতোদিন কাজ করতে বেশ সমস্যায় পড়তে হয়েছে। শ্রীলংকার বিপক্ষে আগামী সিরিজেই সেই সমস্যার সমাধান হবে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটু।
মিরপুর স্টেডিয়ামের প্রেসবক্সের সর্বশেষ সংস্কার হয়েছিলো ২০১১ বিশ্বকাপের সময়। সেসময় দেশ ও দেশের বাইরের সাংবাদ মাধ্যমের চাপ সামলাতে প্রেস বক্সের পাশাপাশা ছাদেও ওভার ফ্লো নাম দিয়ে করা হয়েছিলো বসার ব্যবস্থা। ওপরের আসন ব্যবস্থা ভেঙে তছনছ হয়েছে আগেই।
টিভি, প্রিন্ট ও প্রেসের পাশাপাশি অনলাইনের সংখ্যা বেড়েছে অনেক। সেই তুলনায় বাড়েনি প্রেস বক্সের আসন সংখ্যা। এবার প্রিন্ট, টিভি ও অনলাইনের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে বলে জানান বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান।
দেশে সরকার নিবন্ধিত সংবাদ মাধ্যম যেমন বেড়েছে তেমনি বেড়েছে ভুঁইফোড় ইউটিউব, অনলাইন আর ফেসবুক চ্যানেলের সংখ্যা। কোন দায়বদ্ধতা নেই, সংবাদের মান নিয়ন্ত্রণেরও কেউ নেই। এদের ব্যপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান।
ভবিষ্যতে অ্যাক্রেডিটেশনের জন্য সরকার নিবন্ধিত মিডিয়াই প্রাধান্য পাবে বলে জানান তানভির আহমেদ টিটু।
বিভি/এজেড
মন্তব্য করুন: