রোনালদোর হ্যাট্রিকে জিতলো ম্যানইউ

রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ৫০ তম হ্যাট্রিকের উপর ভর করে প্রিমিয়ার লীগে নরউইচ সিটিকে ৩-২ গোলে হারিয়ে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের ফলে শীর্ষ চারে থেকে লীগ শেষের একটা সম্ভাবনা জিইয়ে রাখলো ম্যানচেস্টার।
ম্যাচের ৭ মিনিটে অ্যান্থনি ইলাঙ্গার বাড়ানো বলে ডান পায়ের শটে গোল করে দলকে এগিয়ে নেয় রোনালদো। ম্যাচের ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আলেক্স টেলেসের কর্নার কিকে হেড দিয়ে বল জালে জড়ান তিনি। তরে বিরতির আগে নরউইচ সিটির কিয়েরান ডোয়েল গোল করে ব্যবধান কমান।
বিরতির পর ৫২ মিনিটে সমতায় ফেরে নরউইচ। ডোয়েলের সহায়তায় টিমু পুক্কি গোল করে এই সমতা বিধান করেন। এর দীর্ঘ প্রায় ২২ মিনিটে কোন গোলের দেখা পায়নি কোন দল। ৭৬ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করে হ্যাটট্রিকের পাশাপাশি দলকে এগিয়ে নেন রোনালদো।
শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রাগনিকের শিষ্যরা।
বিভি/ এসআই
মন্তব্য করুন: