• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান বাদ পড়ায় হতাশ সুজন

প্রকাশিত: ১৯:৩৮, ১৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান বাদ পড়ায় হতাশ সুজন

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে কোয়ালিফাই করতে পারেনি ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এতে হতাশ হয়েছেন মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ আবাহনীর কোচ মোহামেডান ‘না’ থাকায় হতাশ খালেদ মাহমুদ সুজনের।

টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নামি-দামী ক্রিকেটারদের দলে ভেড়ায় মোহামেডান। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার পর মাহমুদউল্লাহ বাদে তাদের কাউকেই পায়নি দক্ষিণ আফ্রিকা সিরিজের কারণে। ব্যক্তিগত কারণে ছিলেন না সাকিব। ইনজুরির কারণে নেই তাসকিন।

মুশফিক, মিরাজ দলে যোগ দেয়ার আগেই ডিপিএলের সুপার লিগ থেকে ছিটকে পড়ে মোহামেডান। ফলে সুপার লিগে প্রতি বছর আবাহনী-মোহামেডানের যে দ্বৈরথ থাকত সেটি মিস করবেন দুই দলের দর্শক, কোচ, খেলোয়াড়রা। আবাহনী কোচ খালেদ মাহমুদ তো হতাশই প্রায়। তিনি বলেন, খুবই হতাশ আসলে, মোহামেডানের যে দল ছিল সেটা অবশ্যই সুপার লিগ খেলার মতো। আবাহনী-মোহামেডান অবশ্যই বড় ম্যাচ, সারা দেশব্যাপী এই ম্যাচের একটা উদ্দীপনা আছে।

১০ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী। এবারও শিরোপা জয়ের দৌড়ে থাকবে এ শক্তিশালী দলটি। সুজন বললেন টুর্নামেন্টের প্রথম অংশে খারাপ করলেও তারকা ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেওয়ায় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সুপার লিগ খেলবে আবাহনী।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2