• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফিলিস্তিনিদের জন্য কাঁদছে মন, দোয়া চাইলেন শহীদ আফ্রিদি

প্রকাশিত: ১৯:৪৪, ১৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ফিলিস্তিনিদের জন্য কাঁদছে মন, দোয়া চাইলেন শহীদ আফ্রিদি

পবিত্র রমজানের মধ্যেও আল-আকসা মসজিদে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় হতাহত হয়েছেন অনেক। ফিলিস্তিনের এই মসজিদে অমানবিক এই হামলা দেথে তাদের জন্য মন কাঁদছে পাকিস্তানের শহীদ আফ্রিদির। তাদের জন্য চেয়েছেন দোয়াও।

ফিলিস্তিনে মুসলিমদের ওপর হামলা নতুন কিছু নয়। গত বছরও ইসরায়েলের পুলিশ সদস্যরা সেখানকার মুসলমানদের ওপর নির্যাতন চালিয়েছেন। সম্প্রতি সময়ে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলী পুলিশ সদস্যরা।

শুক্রবার (১৫ এপ্রিল) জুম্মার দিন আল-আকসা মসজিদ প্রাঙ্গনে দেশটির পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। মুসলিমদের ওপর এমন নির্যাতন দেখে বিধ্বস্ত পাকিস্তানের শহীদ আফ্রিদির। টুইটারে তাদের মঙ্গলের জন্য দোয়া প্রাথর্না করছেন।

টুইটে আফ্রিদি লেখেন, আল-আকসা মসজিদে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও নৃশংসতার ভিডিও ক্লিপ দেখে খারাপ লাগছে। একইভাবে ভারতে মুসলিম পরিবারের ঘরবাড়ি ও ব্যবসা-বাণিজ্য ধ্বস করে ফেলাও অমানবিক। আমার ভাই ও বোনদের জন্য মন কাঁদছে। মানবজাতি কোথায় এসে পৌঁছেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2