আইপিএলে করোনার হানায় মোস্তাফিজদের পুরো দল কোয়ারেন্টিনে

ছবি সংগৃহিত
মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসে সব খেলোয়াড় এবং দলের অন্য সদস্যরা আইসোলেশনে রয়েছেন। রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসে একজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন এমন রিপোর্ট আসার পর পুরো দলকে রাখা হয় কোয়ারেন্টিনে। দিল্লির পরবর্তী ম্যাচ পুনেতে হওয়ার কথা ছিল। তবে এ পরিস্থিতিতে মোস্তাফিজরা আপাতত পুনেতে যাচ্ছেন না
আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার খেলোয়াড়দের ফের কোভিড পরীক্ষা করা হবে।
এর আগে দিল্লি ক্যাপিটালসের দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন। তা সত্ত্বেও শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামে দিল্লি।
এদিকে আগামী বুধবার পুনেতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার কথা দিল্লির। দিল্লি দলে করোনা হানা দেওয়ায় ম্যাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেবে বিসিসিআই। সূত্র : ক্রিকবাজ
বিভি/এইচএস
মন্তব্য করুন: