ম্যানইউকে হারিয়ে শীর্ষে লিভারপুল

মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লীগে পয়েন্ট তালিকার শীর্ষে লিভারপুল। লীগে ম্যানসিটির চেয়ে পয়েন্ট ব্যবধান ২ এ এগিয়ে গেল দলটি।
অ্যানফিল্ডে ৪-০ গোলের ব্যবধানে জয়ের দিন লুইস দিয়াজ ও সাদিও মানেও গোল করেছেন, ফলে ম্যানইউয়ের বিপক্ষে টানা আট ম্যাচে অপরাজিত লিভারপুল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে লিভারপুল। ৭২ শতাংশ বল দখলে ম্যাচে আক্রমন করে ১৪ বার, অপরদিকে ২ টির বেশি আক্রমন করতে পারেনি ম্যানেইউ।
অ্যানফিল্ডে ম্যাচের শুরুতে মানের পাস থেকে সালাহর অ্যাসিস্টে গোল করেন কলম্বিয়ান ফড়োয়ার্ড লুইস দিয়াস। এরপর ম্যাচের ২২ মিনিটে গোলের সংখ্যা দ্বিগুন করেন মোহাম্মদ সালাহ। এরপর ৩৫ মিনিটে আবারো ম্যানইউ এর জালে বল জড়ালেও অফসাইডের কারনে তা বাতিল হলে ২-০ ব্যবধানে প্রথমার্থ শেষ করে লিভারপুল। আধিপত্য বজায় রাখার ম্যাচে ৬৮তম মিনিটে গোল করেন সাদিও মানে। ম্যাচ ম্যানইউ এর জালে শেষ পেরেক মারেন সালাহ। শেষ হওয়ার ৫ মিনিট আগে দিয়াগো জোতার পাস থেকে নিজের জোড়া গোলে দলের গোলের হালি পূর্ণ করেন এই মিশরীয়ান।
বিভি/এসআই
মন্তব্য করুন: