• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সুখবর দিলেন সেই সুন্দরী টেনিসকন্যা শারাপোভা

প্রকাশিত: ০৯:১৯, ২১ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
সুখবর দিলেন সেই সুন্দরী টেনিসকন্যা শারাপোভা

এক সময় টেনিস কোর্টে ঝড় তোলার পাশাপাশি ভক্তকূলের হৃদয়ে বেশি ঝড় তুলতেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। টেনিস কোর্টকে বিদায় বলেছেন বছর দুয়েক পার হলো। কিন্তু কোর্টে না থাকলে কি হবে? ভক্তদের হৃদয়ে ঠিকই জায়গা নিয়ে আছেন শারাপোভা।

দুদিন আগে (১৯ এপ্রিল) ৩৫তম জন্মদিন পালন করলেন রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা। সেদিনই ভক্তদের জানিয়েছেন এক সুখবর।

প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন এই রুশ সুন্দরী। গত মঙ্গলবার নিজের জন্মদিনে এই সুখবর প্রকাশ করেন টেনিসের সাবেক এই নাম্বার ওয়ান তারকা। তার মা হতে যাওয়ার খবর শেয়ার ভক্তদের সঙ্গে করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইনস্টাগ্রামে নিজের আইডিতে শারাপোভা লিখেছেন, ‘দারুণ শুরু। দুইজনের জন্য জন্মদিনের কেক খাওয়া সবসময়ই আমার কাছে বিশেষ কিছু।’

২০০১ সালে বয়সভিত্তিক টেনিসে যাত্রা করা পাওয়া শারাপোভা প্রথম গ্র্যান্ডস্লাম জেতেন ২০০৪ সালে। উইম্বলডন জেতার সময় এই সুন্দরীর বয়স ছিল মাত্র ১৭। এরপর জিতেছেন ইউএস, অস্ট্রেলিয়ান এবং ফ্রেঞ্চ ওপেনও। 

দীর্ঘদিনের ইনজুরিতে ভোগা শারাপোভা ২০২০ সালে টেনিসকে বিদায় বলেন। ওই বছরের ডিসেম্বরে ব্রিটিশ আর্ট ডিলার আলেক্সান্ডার গাইকসকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন মারিয়া।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2