শ্রীলঙ্কার অনুরোধে চট্টগ্রামের ম্যাচ বিকেএসপিতে

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ খেলতে আগামী মে মাসে ঢাকায় আসছে শ্রীলংঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দু’দিনের ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা থাকলেও তা পরিবর্তিত হয়ে খেলা হবে সাভারের বিকেএসপিতে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং বিসিবি’র পরিচালক জালাল ইউনুস বলেন, শ্রীলংঙ্কা ঢাকায় দু’দিনের ওয়ার্ম আপ ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছিল। তাদের অনুরোধেই ম্যাচ চট্টগ্রামের পরিবর্তে ঢাকার সাভারের বিকেএসপিতে আয়োজন করা হবে।
শ্রীলংঙ্কা ক্রিকেট টিম সাত মে ঢাকায় পৌঁছাবে, সেদিনই তাদের চট্টগ্রাম যাওয়ার কথা থাকলেও তারা ঢাকায় রয়ে যাবে। কিন্তু টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল ঔ দিনই চট্টগ্রাম যাবে।
চার বছর পর শ্রীলংঙ্কা বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসছে। শ্রীলংঙ্কা বিকেএসপিতে ১০ এবং ১১ তারিখ দু’দিন ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় এবং শেষ টেস্ট ২৩ মে ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিভি/এসআই
মন্তব্য করুন: