ইতিহাস গড়লেন এনামুল হক বিজয়

চলমান প্রিমিয়ার লিগে ফর্মের তুঙ্গে রয়েছেন এনামুল হক বিজয়। এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ঢাকা প্রিমিয়ার লিগে ইতিহাস গড়েছেন প্রাইম ব্যাংকের এই ওপেনার । ১২ ম্যাচে ৮৭৮ রান নিয়ে ডিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক এনামুল হক বিজয়।
এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে এক আসরে সর্বোচ্চ রানের মালিক ছিলো সাইফ হাসানের। তিনি ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ৮১৪ রান করেছিলেন । এতোদিন পর্যন্ত এটিই ছিলো সর্বোচ্চ। তবে এই বছর সেই রেকর্ড ভেঙেছেন বিজয়।
বিকেএসপির সাভারে রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। সাকিব-মাশরাফিদের বোলিং তোপের সামনে পড়ে দলও। তবে দলের বিপর্যয়ের মুখেও ফিফটি তুলে নেন এনামুল।
বৃষ্টিতে ৩৩ ওভারে নেমে আসা ম্যাচে সেঞ্চুরি হাঁকাতে না পারলেও তাঁর ইনিংস থামে ৭৩ রানে। চলতি আসরে বিজয়ের এটি নবম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। সবমিলিয়ে এখন পর্যন্ত ১২ ইনিংসে দুই সেঞ্চুরি ও সাত ফিফটিতে ৮৭৮ রান করেন এই ব্যাটসম্যান। সামনে রয়েছে আরও তিনটি ম্যাচ।
সাইফ ও বিজয়ের পরেই রয়েছেন আরেক ওপেনার নাঈম শেখ। ২০১৮-১৯ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৮০৭ রান করেন নাঈম।
একই মৌসুমে চতুর্থ সর্বোচ্চ ৭৮১ রান করেন রকিবুল হাসান। এই তলিকায় রয়েছেন আরেক ওপেনার লিটন দাস। ২০১৭ মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে ৭৫২ রান করেন লিটন।
চলমান প্রিমিয়ার লিগে ফর্মের তুঙ্গে থাকা বিজয়কে আগে কখনো দেখা এমন ফর্মে দেখা যায়নি। সাইফের রেকর্ডটা ভেঙেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে।
বিজয় ছাড়াও চলতি আসরে ৮০০ রানের সামনে দাঁড়িয়ে লেজেন্ডস অব রূপগঞ্জের নাইম ইসলাম। ১১ ম্যাচে ৭৮২ রান করেছেন তিনি। চলতি লিগে বাকি ম্যাচেগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে প্রথম ব্যাটার হিসেবে এক আসরে ১ হাজার রানের ইতিহাস গড়বেন এনামুল হক বিজয়।
বিভি/এএইচ/এএন
মন্তব্য করুন: