• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আইপিএলে মোস্তাফিজদের অধিনায়কের শাস্তি, নিষিদ্ধ হলেন কোচ

প্রকাশিত: ২০:৫৪, ২৩ এপ্রিল ২০২২

আপডেট: ২১:০৩, ২৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
আইপিএলে মোস্তাফিজদের অধিনায়কের শাস্তি, নিষিদ্ধ হলেন কোচ

আইপিএলের চলমান আসরে হঠাৎ নো বল বিতর্ক সামনে এসেছে। নো বলের প্রতিবাদ করে শাস্তির মুখে পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দল দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ, শার্দুল ঠাকুর ও সহকারী কোচ প্রবীণ আমরে। 

নিয়ম ভাঙার দায়ে ম্যাচ ফির পুরোটাই জরিমানা দিতে হয়েছে পন্থকে।  আর মোস্তাফিজদের সহকারী কোচ প্রবীণ আমরেকেও দিতে হয়েছে পুরো ম্যাচ ফি এবং নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচ।  এছাড়াও শার্দুল ঠাকুরকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইপিএলে শুক্রবার রাজস্থান রয়ালসের বিপক্ষের ম্যাচের শেষ ওভারের তৃতীয় বলটি নিয়েই যত বিতর্ক। দিল্লির খেলোয়াড়দের দাবি, ওটা নো বল ছিল।

জয়ের জন্য শেষ ওভারে দিল্লির প্রয়োজন ছিল ৩৬ রানের। যা অনেকটা অসম্ভবের। কিন্তু প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচে উত্তেজনা ছড়ান পাওয়েল। ওবেদ ম্যাকয়ের করা তৃতীয় বলটি ছিল ফুলটস, যা কোমর থেকে একটু উঁচুতে ওঠে। 

আরও পড়ুন:

মাঠে থাকা দুই ব্যাটার, ডাগআউটে বসা দিল্লির খেলোয়াড়-স্টাফরা নো বলের আবেদন করলেও তাতে আর সাড়া দেননি দুই আম্পায়ার। তৃতীয় আম্পায়ারের কাছেও সিদ্ধান্তটা ছেড়ে দিতে ইঙ্গিত দিচ্ছিলেন পন্থরা। কিন্তু  আম্পায়ার তাতেও রাজি হননি।

এ সময়ে আম্পায়ারের ওপর চটে যান অধিনায়ক পন্থ।  ডাগআউট থেকে ব্যাটারদের মাঠ ছেড়ে চলে আসতে বলেন।  অধিনায়কের নির্দেশ মতো পাওয়েল আর কুলদীপ যাদব মাঠ ছাড়তে গেলে আম্পায়াররা তাদের থামান।  ঝামেলা মেটাতে দিল্লির সহকারী কোচ প্রবীণ আমরে যান মাঠে আম্পায়ারের সঙ্গে কথা বলতে। 

তবে আম্পায়ার তাদের সিদ্ধান্তেই অনড় থাকে।  ম্যাচপরবর্তী প্রতিক্রিয়াতে বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন পান্ত। পরাজয়ের পাশাপাশি শাস্তিও পেলেন দিল্লির অধিনায়ক। 

আনুষ্ঠানিক ঘোষণায়, পন্তের শুধু ম্যাচ ফি জরিমানা হলেও সহকারী কোচ প্রবীণ আমরে শাস্তিটা বেশিই পেলেন। কারণ প্রতিবাদের পাশাপাশি তিনি মাঠেও প্রবেশ করেছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2