আজ মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী মুক্তিযোদ্ধা ও ঢাকা মোহামেডান শেখ রাসেল

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বাদশ রাউন্ডে আজ ঢাকা আবাহনী মুক্তিযোদ্ধার ও ঢাকা মোহামেডান শেখ রাসেলের মোকাবিলা করবে। সোমবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় লিগের অন্য দুই ম্যাচে মুখোমুখি হবে রহমতগঞ্জ-চট্টগ্রাম আবাহনী এবং পুলিশ-সাইফ স্পোর্টিং ক্লাব।
মৌসুমের প্রথম দুই শিরোপা স্বাধীনতা কাপ ও ফেডারেশ কাপ ঘরে তোলা ঢাকা আবাহনী লিগে হঠাৎই ধারাবাহিকতা হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে নেমেছে। রেকর্ড ছয়বারের বিপিএল চ্যাম্পিয়ন দলটি ১১ খেলায় ছয় জয়, চার ড্র ও এক হারে ২২ পয়েন্ট পেয়েছে।
একটি করে ম্যাচ বেশি খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে।
ঢাকা আবাহনীর আজকের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একাদশ স্থানে নেমেছে। মৌসুমের শুরু থেকেই ভুগতে থাকা ঢাকা মোহামেডান ১১ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে। দ্বাদশ রাউন্ডে তাদের প্রতিপক্ষ শেখ রাসেলও নেই ছন্দে। ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন দলটি ১০ পয়েন্ট নিয়ে আটে অবস্থান করেছে।
১২ দলের পয়েন্ট টেবিলে চট্টগ্রাম আবাহনী ২১ পয়েন্ট নিয়ে চারে, বাংলাদেশ পুলিশ ১৬ পয়েন্ট নিয়ে ছয়ে, সাইফ স্পোর্টিং ১৫ পয়েন্ট নিয়ে সাতে ও রহমতগঞ্জ ৯ পয়েন্ট নিয়ে ৯ রয়েছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: