সানিয়া তুমি গোলাপের মতো সুন্দর!

ভারতীয় টেনিস তারকা এবং পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জার অসংখ্যা ফ্যান-ফলোয়ার রয়েছে তার প্রমাণ আবারও দেখা গেলো। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে চমৎকার ফুলের-মুদ্রিত পোশাকে দুটি ছবি পোস্ট করেছেন। আর সেটার ক্যাপশনে লিখেছেন, ‘গ্রীষ্মেও এটি বসন্ত’।
এই ছবি দেখে বিমোহিত হয়েছেন নেটিজেনরা। ভক্তকুলের মধ্যে শুরু হয়েছে মাতামাতি। মোহনীয় এই চেহারায় তার ভক্তরা তার প্রশংসায় মেতেছেন। কমেন্ট বক্সে সানিয়া মির্জাকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, রমাদান কারিম।
৩৫ বছর বয়সি এ তারক চোখে মেকআপ করে ভারি কানের দুল দিয়ে সাজিয়েছেন নিজেকে৷ সামগ্রিকভাবে এটি একটি ট্রেন্ডি কিন্তু অগোছালো চুলের সঙ্গে একটি অনায়াসে বিনয়ী চেহারা ছিল।
অন্য একজন ব্যবহারকারী কমেন্ট করেছেন, তার ধারণা সানিয়া রমজানের একটি মিলনমেলার জন্য পোশাক পরেছিলেন, 'দাওয়াতে রমজান'।
আরেকজন লিখেছেন, সুন্দর গোলাপের মতো। অন্য আরেকজন লিখেছেন— শোয়েব ভাই অনেক ভাগ্যবান।
সানিয়া মির্জা এবং তার স্বামী পাকিস্তানী ক্রিকেট তারকা শোয়েব মালিককে অনেকে পাকিস্তান-ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক বলে মনে করেন।
ইনস্টাগ্রামে সানিয়া মির্জার ৯.১ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তার এই পোস্টটি করার কয়েক ঘণ্টার মধ্যেই এ পোস্টে ৪২ হাজার লাইক পড়ে।
আরও পড়ুন:
বিভি/এজেড
মন্তব্য করুন: