ঘুরে দাঁড়ানো জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্রায় হোঁচট খেতে বসেছিলো ইংলিশ জায়ান্ট লিভারপুল। স্প্যানিশ টিম ভিলারিয়ালের ঘরের মাঠে ৩-২ গোলে ঘুরে দাঁড়ানো জয় পেয়ে এবারও ফাইনাল নিশ্চিত করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
মঙ্গলবার রাতে নিজেদের মাঠে দুই দফা এগিয়ে গিয়েছিল ভিলারিয়াল। তখনই কাঁপুনি উঠেছিলো লিভারপুলের ফুটবলারদের মনে। কিন্তু, বিরতির পর নিজেদের গতি ধরে রাখতে পারেনি স্প্যানিশরা। ঘুরে দাঁড়িয়ে টানা তিন গোল দিয়ে আবারও শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট নিশ্চিত করেছে মো. সালাহরা।
চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে এর আগে অ্যানফিল্ডে ২-০ গোলে জিতেছিল লিভারপুর। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের জয়ে ফাইনালে পা রেখেছে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি।
ম্যাচের তৃতীয় মিনিটে বক্সের মুখে বল পেয়ে ঠিকানায় পাঠিয়ে ভিয়ারিয়ালকে উচ্ছ্বাসে ভাসান সেনেগালের ফরোয়ার্ড দিয়া। এরপর বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে নেন ফরাসি স্ট্রাইকার ফ্র্যান্সিস কোকুলিন। দুই গোল করে ফেললে স্কোরলাইন দুই লেগ মিলে হয় ২-২। তাতে দারুণ কিছু করার আশা নিয়ে বিরতিতে যায় ভিয়ারিয়াল।
কিন্তু, শেষ দিকে সে আশাকে মাড়িয়ে জয় তুলে নিল লিভারপুর। পরপর তিন বার ভিয়ারিয়ালের জালে বল পাঠিয়ে জয়ের হাসি হাসল অতিথিরা। তিন গোল করার ত্রাতা হলেন—ফাবিনিয়ো, দিয়াস ও সাদিও মানে।
আরেক সেমিফাইনালে আজ দিনগত রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এ ম্যাচের জয়ী দলই ফাইনালে লড়বে লিভারপুলের বিপক্ষে। আগামী ২৮ মে হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।
বিভি/এজেড
মন্তব্য করুন: