• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এশিয়ান গেমস ২০২২ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৫, ৬ মে ২০২২

ফন্ট সাইজ
এশিয়ান গেমস ২০২২ স্থগিত

এশিয়ান গেমস ২০২২ স্থগিত করা হয়েছে। শুক্রবার (৬ মে) চীন ও বিশ্বের বেশ কয়েকটি বড় সংবাদমাধ্যম আয়োজকদের বরাত দিয়ে এমনটি নিশ্চিত করেছে। চলতি বছরের সেপ্টেম্বরে চীনের হাংঝুতে এশিয়ান গেমসের ১৯তম আসর বসার কথা ছিল।

চীন অবশ্য আসরটি স্থগিত হওয়ার পেছনে কোনো কারণ দেখায়নি। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে কোভিড-১৯ এর সংক্রমণ বেড়েছে।

গেমসের অফিসিয়াল ওয়েবসাইটের বরাতে চীনের স্টেট মিডিয়া জানায়, ১৯তম এশিয়ান গেমসের অলিম্পিক কাউন্সিল অব এশিয়া ঘোষণা করছে, এই আসরটি স্থগিত করা হয়েছে। যেখানে আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২২ সময়ে হাংঝুতে আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিবৃতিতে আরও জানানো হয়, আসরের নতুন সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

যদিও সম্প্রতি দেশটিতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় একাধিক শহরে লকডাউন দেওয়া হয়েছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2