• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নারী আইপিএলে ডাক পেয়েছেন অলরাউন্ডার সালমা খাতুন

প্রকাশিত: ১৫:৩৬, ৭ মে ২০২২

আপডেট: ১৫:৩৯, ৭ মে ২০২২

ফন্ট সাইজ
নারী আইপিএলে ডাক পেয়েছেন অলরাউন্ডার সালমা খাতুন

ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ফ্র্যাঞ্চাইজভিত্তিক টি-২০ লিগ নারী ক্রিকেটেও। চলতি মাসেই শুরু হচ্ছে ভারতের উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ। যা মূলত নারী আইপিএল হিসেবেই পরিচিত। এবার নারী আইপিএলে ডাক পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন। গতবারও খেলেছিলেন সালমা খাতুন। অভিষেকেই বাজিমাত করেন তিনি। চ্যাম্পিয়ন হয় তার দল ট্রেইল ব্লেজার্স। সব ম্যাচেই ভালো খেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। 

আগামী ২৩ মে শুরু হবে টুর্নামেন্ট। বিসিবির ছাড়পত্রও পেয়ে গেছেন তিনি। আগের আসরেও খেলেছিলেন সালমা। আগের বারের দল ট্রেইলব্লেজার্সের জার্সিতেই এবার খেলবেন এই স্পিনিং অলরাউন্ডার। ঈদের ছুটি কাটিয়ে এখনো ঢাকায় ফিরেননি তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি দেশ ছাড়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে একাই ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। সব ঠিক থাকলে ১৫ অথবা ১৬ মে দেশ ছাড়বেন। দল এখনো নিশ্চিত না হলেও আগের টিমেই খেলার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন:

পরীক্ষামূলকভাবে নারী আইপিএল খেলা হয় তিন দলের মধ্যে। ক্রিকেটারদের কোনো নিলাম হয় না। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেই ক্রিকেটার চেয়ে নেয়। তিন দলের উইমেন্স টি২০ চ্যালেঞ্জের এবাররের আসর মাঠে গড়াবে ২৩ মে পুনেতে। ২৪ মে হবে দ্বিতীয় ম্যাচ। ২৬ মে লিগের শেষ ম্যাচ। ২৮ মে হবে ফাইনাল। তিন দলের নারী আইপিএল চারটি ম্যাচ হয়। ২০২০ সালে হয়েছিল নারীদের খেলা।

গত আসরে সালমা, জাহানারা খেলেছিলেন। এবার সুযোগ পেলেন সালমা একাই। নারী আইপিএলের পুরো টুর্নামেন্ট পুনের এমসিএ স্টেডিয়ামে হবে।

 

বিভি/এএইচ/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2