নিজ বাড়িতে দুর্ঘটনার কবলে মাশরাফী, পায়ে পড়লো ২৭ সেলাই

ফাইল ছবি
নিজের বাড়িতে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। জানা গেছে পায়ে ২৭টি সেলাই পড়েছে।
শনিবার (৭ মে) নিজের বাসায় অবস্থানকালে একটি কাঁচের টেবিলে ধাক্কা লাগে মাশরাফীর। এ সময় কাঁচ ভেঙে পায়ের পেছনে অংশে গুরুতর আঘাত পান। পায়ের পেছনের দিকে কাঁচ পড়লে পা কেটে যায়।
পরিবারের সদস্যরা দ্রুত মাশরাফীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ২৭টি সেলাই দিয়েছেন তার পায়ে। বর্তমানে মাশরাফী ঐ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন:
- তালেবান সরকারের নির্দেশ, আফগান নারীরা মুখ খুলে বের হলেই গ্রেফতার
- বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রী রেলমন্ত্রীর মামা শ্বশুরের প্রতিবেশী
- টিটিই বরখাস্তের ঘটনায় রেলমন্ত্রীর সাময়িক পদত্যাগ চায় টিআইবি
মাশরাফীর পারিবারিক সূত্র জানায়, ‘বাসায় কাচের টেবিলে ধাক্কা লাগে। কাঁচ ভেঙে পায়ের পেছনের অংশে গুরুতর জখম হয়। এখন তিনি এভারকেয়ারে ভর্তি আছেন। পায়ে আঘাত পাওয়া জায়গায় ২৭টি সেলাই লেগেছে। দ্রুত সুস্থতার জন্য মাশরাফী দোয়া চেয়েছেন সকলের কাছে।’ সূত্র : ক্রিকটাইম
বিভি/এজেড
মন্তব্য করুন: