• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এশিয়ান গেমস হকির বাছাইয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

প্রকাশিত: ১৩:৪৭, ১০ মে ২০২২

ফন্ট সাইজ
এশিয়ান গেমস হকির বাছাইয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ফাইল ছবি

এশিয়ান গেমসের হকি ইভেন্টের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। 

মঙ্গলবার ‘বি গ্রুপের’ নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রথম কোয়ার্টারে গোলশূন্য থাকে দু’দল। দ্বিতীয় কোয়ার্টারে পিসি থেকে আশরাফুল গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। এরপর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ হয়। তৃতীয় কোয়াটারে শ্রীলঙ্কা পরপর ৫ টা পিসি পেয়েও গোল করতে ব্যর্থ হয়। পরে একটি গোল করে ব্যবধান কমায়।

ম্যাচের শেষ কোয়ার্টারে রোমান সরকার ফিল্ড গোল করলে স্কোরলাইন ৩-১ হয়  বাংলাদেশের। খেলা শেষ মুহুর্তে শ্রীলঙ্কা পিসি পেয়েও কোনো গোল করতে পারেনি। ফলে ৩-১ গোলে হেরে মাঠ ছাড়ে লঙ্কানরা।

এর আগে ‘বি গ্রুপে’ নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকেও ৩-১ গোলের একই ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১২ মে সিঙ্গাপুরের বিরুদ্ধে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2