বৃষ্টিতে বন্ধ বিকেএসপির প্রস্তুতি ম্যাচ

বিসিবি একাদশের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বৃষ্টির বাধার মুখে পড়ে লঙ্কানরা। ম্যাচের মাত্র ৭.৫ বল মাঠে গড়াতেই বৃষ্টি শুরু হয়।
মঙ্গলবার (১০ মে) শ্রীলঙ্কা দল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে নিজেদের প্রস্তুতি খেলতে নামে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সফরকারীরা। শুরু থেকেই লঙ্কানদের চাপে রাখেন বিসিবি একাদশের দুই পেসার আবু জায়েদ রাহি ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
ম্যাচের প্রথম উইকেট পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বিসিবি একাদশকে। ইনিংসের ষষ্ঠ ওভারে স্বাগতিকদের প্রথম উইকেট এনে মুগ্ধ। ওভারের শেষ বলে অধিনায়ক দিমুথ করুনারত্নেকে হারায় সফরকারীরা। মুগ্ধর শর্ট বলে জড়তা নিয়ে পুল করতে চেয়েছেন, ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি, ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। বৃষ্টি নামার আগে ৭.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪ রান লঙ্কানদের স্কোরবোর্ডে। ওপেনার ওশাদা ফার্নান্দো ২৫ বলে ৭ ও ৩ নম্বরে নামা কুশল মেন্ডিস ৪ বলে ৫ রানে অপরাজিত রয়েছেন।
প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, এনামুল হক, মুশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ রাহি।
প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কান একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াউইকরামা ও লাসিথ এম্বুলদেনিয়া।
বিভি/এএইচ/এএন
মন্তব্য করুন: