খারাপ ফর্ম নিয়ে মুখ খুললেন কোহলি

ধারাবাহিক খারাপ ফর্ম তো আছেই, সাথে বাড়তি যুক্ত হয়েছে চলতি বছর আইপিএলে তিন নম্বর গোল্ডেন ডাক (১ বলে ০) এর রেকর্ড সব মিলিয়ে সময়টা বেশ খারাপ যাচ্ছে ভারতীয় পোস্টার বয় খ্যাত ভিরাট কোহলির।
দিন দিন সমালোচনার পাল্লা ভারি হচ্ছে ভিরাটের। অবশেষে নিজের সমালোচনা নিয়ে মুখ খুললেন এই ভারতীয় ক্রিকেটার।
কোহলি বলেন, সমালোচকরা তো আমার অবস্থানে নেই, তারা আমার আবেগ অনুভূতিটা বুঝবে না, আমার মূহুর্তগুলো বুঝবে না। সমালোচকদের থেকে বাঁচতে টিভির ভলিউম বন্ধ করে রাখেন বলেও জানান কোহলি।
ভিরাট বলেন, ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় যাচেছ, এমনটা আগে কখনো। সব ফরম্যাট মিলিয়ে ১০০ ম্যাচেরও বেশি সময় ধরে সেঞ্চুরি বঞ্চিত কোহলি। ২২’এর আইপিএলে ১২ ম্যাচে রান পেয়েছেন ২১৬।
বিভি/এসআই
মন্তব্য করুন: