• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ দেখা যাবে মাত্র ৫০ টাকায়

প্রকাশিত: ১৫:৩২, ১২ মে ২০২২

আপডেট: ১৫:৩৪, ১২ মে ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ দেখা যাবে মাত্র ৫০ টাকায়

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের টিকিটের মূল্যতালিকা নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।প্রথম ও দ্বিতীয় টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা আর সর্বোচ্চ ৫০০ টাকা।

বৃহস্পতিবার (১২ মে) সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণাকালে টিকিট মূল্য জানানো হয়। যেখানে সর্বনিম্ন ৫০ টাকায় এবং সর্বোচ্চ ৫০০ টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা।

বিসিবি কর্তৃক নির্ধারিত বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টে টিকিটের মূল্য তালিকা

আগামী রবিবার (১৫ মে)  সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।চট্টগ্রাম টেস্টে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপের টিকিট কেনা যাবে ৫০০ টাকা মূল্যে। এছাড়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা ও ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০ টাকা।

চট্টগ্রামের ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।

ঢাকা টেস্টে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ৫০০ টাকায়। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা, শহীদ মুশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, নর্দার্ন স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ১০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০ টাকা।

দুই ম্যাচ টেস্ট সিরিজে স্টেডিয়ামের শতভাগ দর্শক উপস্থিতির ব্যবস্থা রেখেছে বিসিবি। তবে দর্শকদের অবশ্যই ভ্যাকসিন কার্ড প্রদর্শন করতে হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

চট্টগ্রাম টেস্টের টিকিট আগামী ১৪ মে থেকে পাওয়া যাবে সাগরিকার বিটাক মোড়ে। ঢাকা টেস্টের টিকিট মিলবে ২২ মে থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে।

বিভি/এএইচ/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2