• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সড়ক দুর্ঘটনায় নিহত ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস 

প্রকাশিত: ১০:৪৬, ১৫ মে ২০২২

ফন্ট সাইজ
সড়ক দুর্ঘটনায় নিহত ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস 

শনিবার রাতে কুইন্সল্যান্ডের টাউন্সভিলে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। গভীর চোটের কারনে ঘটনাস্থলেই প্রাণ হারান এই ক্রিকেটার। 

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড বলছে, ঘটনাটি হারভি রেঞ্জে ঘটেছে যা টাউন্সভিল থেকে ৫০ কিলোমিটার দূরে। দূর্ঘটনার বিষয়টি এখন কুইন্সল্যান্ড পুলিম তদন্ত করছে। 

১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক সাইমন্ডসের। ২০০৯ সাল পর্যন্ত দেশের হয়ে ২৬ টেস্ট ও ১৯৮ ওয়ানডে ম্যাচ খেলেন এই ক্রিকেটার। ক্যারিশমাটিক এই ক্রিকেটার ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন। 
নিজের দেশের হয়ে সাইমন্ডস ২৬ টেস্টে ১৪৬২ রান করেন, ওয়ানডে ক্রিকেটে ১৯৮ ম্যাচে পাঁচ হাজারেরও বেশি রান করেন, তুলে নেন ১৩৩ উইকেট। 

সাইমন্ডের মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে ক্রিটাঙ্গনে। সামাজিক মাধ্যমে বর্তমান ও সাবেক ক্রিকেট সংশ্লিষ্টরা তার এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন। 


 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2