গর্বের এক ল্যান্ডমার্ক স্পর্শ করলেন মেসি

পিএসজিতে চেনা ছন্দে ছিলেন না লিওনেল মেসি। লা প্যারিসিয়ানদের হয়ে এই প্রথম লিগ ওয়ানে পেলেন জোড়া গোলের দেখা। শনিবার লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে মেসির সুযোগ ছিল হ্যাটট্রিক করারও। তবে সেই সুযোগ নেননি আর্জেন্টাইন সুপারস্টার, স্পটকিক থেকে স্কোর করার সুযোগ তৈরি করে দেন সতীর্থ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে।
গতকাল গর্বের এক ল্যান্ডমার্ক স্পর্শ করেন মেসি। শেষ ৭ মৌসুমে বল পায়ে ২০০ গোলের সুযোগ তৈরি করলেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে এমন কৃতিত্ব নেই আর কোনো ফুটবলারের। এমন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেসির আর্জেন্টিনা জাতীয় দল ও পিএসজি সতীর্থ আনহেল ডি মারয়িা।
রোববার মেসি-এমবাপ্পের নৈপুণ্যে লিগ ওয়ানের ম্যাচটিতে পিএসজি পায় বড় জয়। স্বাগতিক মঁপেলিয়েকে ৪-০ গোলে হারায় মাউরিসিও পচেত্তিনোর দল। ৩০ মিনিটের মধ্যে তিন গোলের লিড পায় পিএসজি। মেসির জোড়া গোলের পর জালের দেখা পান আনহেল ডি মারিয়া
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তোলেন কিলিয়ান এমবাপ্পে। মঁপেলিয়ে ডি-বক্সে এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এটা ছিল মেসির হ্যাটট্রিক করার সুযোগ। কিন্তু এমবাপ্পেকে পেনাল্টি নেয়ার ইঙ্গিত দেন আর্জেন্টাইন সুপারস্টার। এই পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক আর্জেন্টাইন আনহেল ডি মারিয়া। এই সময়ে পিএসজির আর্জেন্টাইন উইংগার গোলের সুযোগ তৈরি করেন ১৪২টি। যৌথভাবে তিনে রয়েছেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা টমাস মুলার এবং ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। দুজনই ১২৯টি গোলের সুযোগ তৈরি করেন গত সাত মৌসুমে। আর চতুর্থ স্থানে থাকা ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের সংখ্যাটা ১০৯। ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট সংগ্রহ লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির। শিরোপা নিশ্চিত হওয়ার পর পরিসংখ্যানে আগ্রহ না জাগারই কথা। পচেত্তিনোও দেখেননি পয়েন্ট টেবিল। ম্যাচশেষে তিনি বলেন, ‘এখনো স্ট্যাট দেখিনি আমি। তবে ৩ পয়েন্ট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। অবশ্যই, উন্নতির অনেক কিছু রয়েছে।’
মেসির গত ৭ মৌসুম
আসর মৌসুম সুযোগ
লা লিগা ২০১৫-১৬ ৩৭
লা লিগা ২০১৬-১৭ ২৫
লা লিগা ২০১৭-১৮ ৩০
লা লিগা ২০১৮-১৯ ৩৪
লা লিগা ২০১৯-২০ ৩৬
লা লিগা ২০২০-২১ ২২টি
লিগ ওয়ান ২০২১-২২ ১৬
বিভি/এনএম
মন্তব্য করুন: