৩৬ মিনিটেই শেষ মুশফিকের চ্যালেঞ্জ

শেষ দিনের চ্যালেঞ্জে নেমে শুরু থেকেই যথেষ্ট সাবধানতা মেনেই খেলছিলেন মুশফিক-লিটন জুটি। তবে ক্রিজে বেশিক্ষণ সেই চ্যালেঞ্জ ধরে রাখতে পারেননি মুশফিক। মাত্র ৩৬ মিনিটেই চ্যালেঞ্জের বাধ ভেঙেছে মুশফিক-লিটন জুটির।
দিনের অষ্টম ওভারে সাজঘরের পথ ধরেছেন অভিজ্ঞতম ব্যাটার মুশফিক। মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কা জেঁকে বসেছে টাইগার শিবিরে।
৫ উইকেট হারিয়ে ৮৩ রানে ব্যাট করছে বাংলাদেশ। ২১ রানে লিটন ও সাকিব আছেন ১৩ রানে। বাংলাদেশ এখনো ৫৮ রানে পিছিয়ে। ২১তম ওভারে তার স্ট্যাম্প উপড়ে ফেলেন রাজিথা। ৩৯ বলে ২৩ রানে ফেরেন তিনি। লিটনের সঙ্গী এখন সাকিব।
চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন, ম্যাচ বাঁচাতে হলে মুশফিক ও লিটন জুটিকে ব্যাট করতে হবে লাঞ্চ পর্যন্ত। এরপর তিনি নিজে ক্রিজে গিয়ে সময় কাটাতে চান অন্তত তিন ঘণ্টা। লাঞ্চের আগে উইকেট হারালেও একটির বেশি হারানো যাবে না, বলেছেন সাকিব। প্রথম সেশনে একাধিক উইকেট হারালেই দলের জন্য বাজে হবে বলে ধারণা তার।
বিভি/এসএইচ/এএন
মন্তব্য করুন: