• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রোনালদোর জাদুতে উড়ে গেল সুইজারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ৬ জুন ২০২২

আপডেট: ১১:৫৬, ৬ জুন ২০২২

ফন্ট সাইজ
রোনালদোর জাদুতে উড়ে গেল সুইজারল্যান্ড

উয়েফা নেশনস লিগ 'এ' এর ২ নম্বর গ্রুপে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। দলটির প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। লিজবনে ম্যাচের শুরুতেই গোল পায় সুইজারল্যান্ড। সাত মিনিটে গোল করেন হারিস সেফেরোভিচ। তবে মুহূর্তেই বাঁশি বাজিয়ে রেফারি জানিয়ে দেন জেরদান শাচিরির কর্নার থেকে উড়ে এসে বল লাগে ফাবিয়ান শারের হাতে। তাই গোল হলেও বঞ্চিত হতে হয় সুইসদের।

ম্যাচের ১৫ তম মিনিটে রোনালদোর এসিস্টে গোল করেন উইলিয়াম কারভাইও। ৩৫তম মিনিটে আসে দ্বিতীয় গোল। এবার স্কোর শিটে নাম তোলেন রোনালদো। ব্রুনো ফার্নান্দোসের বাড়ানো বল চোখের পলকে জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। ৪ মিনিট পর রোনালদো নিজ করেন দ্বিতীয় গোল, দলকে উপহার দেন তৃতীয় গোল।

৪২ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। কানসেলোর ছয় গজ বক্সে বাড়ানো পাসে রোনালদোর টোকায় পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় বল। বিরতির আগে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।

বিরতি শেষে ফেরার পর আবারও বল জালে পাঠান রোনালদো। তবে সেটি বাতিল হয়ে যায় অফ-সাইডের কারণে। তবে ৬৮ মিনিটের মাথায় গোল করেন জোয়াও কান্সেলো। গোল-রক্ষককে ফাঁকি দিয়ে বুদ্ধিদীপ্ত শটে ব্যবধান বাড়ান ৪-০।

পর্তুগাল পরের ম্যাচে খেলবে চেক রিপাবলিকের বিপক্ষে, আগামী বৃহস্পতিবার। সেদিনই সুইজারল্যান্ড ঘরের মাঠে মুখোমুখি হবে স্পেনের।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2