দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তামিমের নতুন রেকর্ড

দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নতুন এক রেকর্ড গড়েছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম।
এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। এবার সেই তালিকায় নাম লেখালেনন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান।
টেস্টে দেশের হয়ে ৪৯৮১ রান করা তামিম আজ এন্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামেন। মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ যখন ক্যারিবীয় পেস তোপে বিনা রানে ফিরে গেছেন। তখন তামিম দেখেশুনে খেলে ১৯৮ রান করেন। আর এতেই কাঙ্ক্ষিত সংখ্যার পাশে নিজের নাম তুলে ফেলেন।
দেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮২ টেস্টে ৫২৩৫ রান করেছেন মুশফিক। গেল মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলে বড় ফরম্যাটে ৫ হাজার রান পূর্ণ করেন তিনি। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশের দৌঁড়ে ছিলেন মুশফিক ও তামিম।
ওই সিরিজে মুশফিকের প্রয়োজন ছিলো ৬৮ রান। আর তামিমের দরকার ছিলো ১৫২ রান। দুই টেস্টের তিন ইনিংসে ৩০৩ রান করে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক। ওই সিরিজে তামিম করেন ১৩৩ রান। তাই অপেক্ষা দীর্ঘ হয় তামিমের।
২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় তামিমের। এখন অবধি ৬৭ টেস্টের ১২৮ ইনিংসে ৩৯ দশমিক ৫৩ ব্যাটিং গড়ে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৮১ রান করেছেন তামিম। টেস্ট ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ ম্যাচের ২৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৮৫৩ রান করেন তামিম।
মুশফিকের পর বাংলাদেশের পক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান তামিমের। মুশফিক-তামিমের পর বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৬১ টেস্টের ১১২ ইনিংসে ৪১১৩ রান আছে সাকিবের।
বিভি/এজেড
মন্তব্য করুন: