২০২৬ বিশ্বকাপ যেসব শহরে

ফিফা আয়োজিত দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-‘ফুটবল বিশ্বকাপ ২০২২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারে। শুরু হতে আর কয়েক মাস বাকি। এর মধ্যে ফিফা ২০২৬ সালের বিশ্বকাপ কোথায় হবে তা জানিয়ে দিয়েছে!
২০২৬ বিশ্বকাপের খেলাগুলোর আয়োজন করা হয়েছে একাধিক দেশে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশে আয়োজিত হতে যাচ্ছে অনুষ্ঠানটি। খেলায় অংশগ্রহণ করবে ৪৮টি দেশ। প্রতিযোগীদের এই সংখ্যাটিও ফুটবল বিশ্বকাপে প্রথম।
ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর আয়োজক দেশ হিসেবে থাকছে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। এই তিন দেশের মোট ১৬টি শহরে খেলাগুলো আয়োজিত হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে, মেক্সিকোর তিন ও কানাডার দুইটি শহরে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ১৬ ভেন্যুতে আয়োজিত হবে ৬০ ম্যাচ, মেক্সিকো আর কানাডার ভেন্যুগুলো আয়োজন করবে ১০টি করে ম্যাচ।শহর এবং ভেন্যুগুলো হলো:
যুক্তরাষ্ট্র
আটলান্টা (মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম)
বোস্টন (জিলেট স্টেডিয়াম)
ডালাস (এটি অ্যান্ড টি স্টেডিয়াম)
হিউস্টন (এনআরজি স্টেডিয়াম)
কানসাস সিটি (অ্যারোহেড স্টেডিয়াম)
লস অ্যাঞ্জেলস (সোফি স্টেডিয়াম)
নিউইয়র্ক/ নিউজার্সি (মেটলাইফ স্টেডিয়াম)
মায়ামি (হার্ড রক স্টেডিয়াম)
ফিলাডেলফিয়া (লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম)
সান ফ্রান্সিসকো বে (লিভাইস স্টেডিয়াম)
সিয়াটল (লুমেন ফিল্ড স্টেডিয়াম)
কানাডা
টরন্টো (বিএমও ফিল্ড)
ভ্যাঙ্কুভার (বিসি প্লেস)
মেক্সিকো
গুয়াদালাহারা (এস্তাদিও আকরোন)
মেক্সিকো সিটি (এস্তাদিও আজতেকা)
মন্তেরেই (এস্তাদিও বিবিভিএ বানকোমার)
বিভি/এনএ
মন্তব্য করুন: